ইসলামপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যু ঝুঁকি কমান’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে।

১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

তিনি বলেন, আগামী ৫ জুন আমরা উৎসব মুখর পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করবো। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আগামী ৫ জুন একটি পৌরসভা ও উপজেলার বারটি ইউনিয়নে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। ১৯ জুন পর্যন্ত কার্যক্রম চলবে। এতে প্রায় ৫৮ হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে।