বকশীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ৩০ মে দুপুরে পালিত হয়েছে।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর এলাকার পাখিমারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর।

এসময় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল আলম, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আবদুল হালিম মন্ডল, যুগ্মআহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্মআহ্বায়ক মো. আশরাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা ও দোয়া শেষে দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।