ডেবরাইপেচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম জামাল আব্দুন নাসের বাবুল।

১৮ মার্চ কলেজের বর্তমান স্থান চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী ঘোনাপাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ কলেজের অধ্যক্ষ, দাতা প্রতিষ্ঠাতা সদস্য এবং ম্যানেজিং কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত একাডেমিক ভবনটিতে ১০ লক্ষ টাকা ব্যয় হবে।