র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় ১ মার্চ রাতে অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মিঠু সরকার (২৯)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামের মানিক সরকারের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১ মার্চ রাত পৌনে নয়টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মুর্শীদপুর দরবার শরীফের প্রধান ফটকের সামনে কুসুমহাটি-দশআনি বাজারগামী রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মিঠু সরকারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।