জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় জামালপুরেও নানা আয়োজনে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

জেলা নির্বাচন কার্যালয়ের সেবামূলক কার্যক্রমের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও নতুন ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল আলম ও ১ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিল মো. শরিফুল ইসলাম শিমুল।

বক্তারা বলেন, ভোট একটা নাগরিক অধিকার। দেশ গড়ার প্রত্যয়ে ১৮ বছর হলেই সকলকে ভোটার হওয়ার জন্য উদ্বুদ্ধকরণসহ নাগরিক অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।