মেলান্দহে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পুরস্কার বিতরণ করেন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সাদা ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ ❑

জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া বাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রাতে নলছিয়া বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে শেখবাড়ী ইয়ং স্টার ক্লাবের আয়োজনে রাত ৮টায় এই ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি তানজিম আহম্মেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন- আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সাদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষকলীগের সদস্য আবল হোসেন খান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা শেখ, জাতীয় শ্রমিকলীগ নেতা আবুল কালাম (ডিপটি), নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি মোজাম্মেল হক, মাহমুদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ মেম্বার, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য হানিফ উদ্দিন মেম্বার, রহিমা জলিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জগলুল পাশা।

উপস্থিত ছিলেন- নলছিয়া বাজার বনিক সমিতির সভাপতি চিকিৎসক মো. সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির মিস্টার, শাহজাহান শেখ, মিজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান মিজান, ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াকিল আহম্মেদ রনি, ব্যবসায়ী আব্দুল আজিজ, সিফাত মাহমুদ, জাহাঙ্গীর আলম, মাহাবুর রহমান, ছানোয়ার হোসেন, নাজমুল ইসলাম (ডি) প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় বিজয়ী দল “লামিয়া কসমেটিক্স” এর পক্ষে পুরস্কার নেন মো. সাগর আহম্মেদ সোনা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখবাড়ী ইয়ং স্টার ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মারিজ ও খেলা পরিচালনা করেন ক্রিড়াবিদ মো. আলমাছ আলী।