বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, এসিল্যান্ড স্নিগ্ধা দাস , বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

পরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।