নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে সরিষাবাড়ীতে ছাত্রলীগের মিছিল

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সরিষাবাড়ীতে ছাত্রলীগ মিছিল করেছে। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিবের বাংলায়, ধষকের ঠাঁই নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সারাদেশে ধর্ষণ-নিপিড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগ। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭ অক্টোবর রাতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরবের নেতৃত্বে আলোক প্রজ্জ্বলনসহ প্রতিবাদ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী কলেজের জি এস রাজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, কামরাবাদ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান, যুবলীগ নেতা ছামিউল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল রানা জিতু, হাফিজুর রহমান, নাছির উদ্দিন স্বপন, সৈকত হোসেন, আবির পাঠান, নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।