জামালপুরে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অতিথিদের সাথে জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দ। ছবি। বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির বাষির্ক সাধারণ সভা ৮ আগস্ট জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সধারণ সম্পাদক, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক (আইপিএইচ) চিকিৎসক এস এম শামসুজ্জামান, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম প্রমুখ।

সভায় ২০২০-২০২২ সালের জন্য এই সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীকে সভাপতি এবং জামালপুর সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাপ্পীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad