নকলায় সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম রেনু। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নকলা উপজেলার সাংবাদিকদের পেশাগত কাজের সহায়ক সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হওয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু। ২১ মে বিকেলে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস প্রদান করেন তিনি।

এসব বিতরণকালে অন্যান্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, নকলা প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্মআহ্বায়ক শফিউল আলম লাভলুসহ কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় রেনু বলেন, দায়িত্ব পালনের সহায়ক হিসেবে গণমাধ্যমকর্মীরা অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করছেন। জাতির দুর্যোগ মুহূর্তে অন্যরা নিজেকে রক্ষার কাজে ব্যস্ত থাকলেও সাংবাদিকরা জীবন বাজি রেখে মানবতা এবং জনসচেতনতাই কাজ করেন।