জামালপুরের কৃষিবিদরা দরিদ্রদের জন্য দিচ্ছে মিষ্টি লাউ মরিচ পটল

কৃষিবিদদের সংগঠনের পেক্ষ থেকে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের কাছে সবজি হস্তান্তর করা হয়। ছবি : সাইমুম সাব্বির শোভন

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে কর্মহীন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে কৃষিপণ্য হিসেবে মিষ্টি লাউ, বেগুন, মরিচ, পটলসহ বিভিন্ন কাঁচা সবজি বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জামালপুর জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে ১২ এপ্রিল বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের কাছে ২০০ মোড়ক সবজি হস্তান্তর করা হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে জেলার লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মহীন মানুষের মাঝে চাল-ডালের পাশাপাশি সবজি দেওয়া হলে একটি পরিবারের খাবারের জন্য সহায়ক হবে। এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি মোড়কে একটি মিষ্টি লাউ, এক কেজি বেগুন, কাঁচা মরিচ, শশা, চিচিঙ্গা, ঢেড়স ও পটল দেওয়া হয়।

এ সময় জামালপুর সদর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান, জ্যেষ্ঠ কৃষিবিদ রক্ষী কান্ত পণ্ডিত ও মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।