দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

দেওয়ানগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের পরিস্থিতির সুযোগে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি নেওয়ায় এবং মূল্য তালিকা না টানানোর দায়ে ৩ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ মার্চ বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আসাদ্দুজ্জামান।

জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজারে চালের দাম বেশি নেওয়ায় দুজন চালব্যবসায়ীকে ও বেলতুলি বাজারে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি নেওয়ায় এক মুদি দোকানে ৩৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে এর সুযোগে কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি নিচ্ছে এমন গোপন সংবাদে আমরা এ অভিযান চালিয়েছি। অভিযানে ভোক্তা অধিকার আইনে তিনজন ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি ব্যবসায়ীদের হুসিয়ারি করে বলেন, করোনাভাইরাসের অজুহাতে কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।