ইসলামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল টাকা, স্কুলব্যাগ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে সহায়তার স্কুলব্যাগ ও অভিধান বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়।

২০০ জন শিক্ষার্থীদের মধ্যে ১০০ জনকে নগদ ২ হাজার টাকা করে এবং ১০০ জনকে একটি স্কুলব্যাগ ও তিনটি করে অভিধান বই বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার কাকলি প্রমুখ উপস্থিত ছিলেন।