জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে হুমায়রা কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্মাসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সফি চৌধুরী।

আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিচিতি সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে বিশাল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

sarkar furniture Ad
Green House Ad