ইর্মাজিং এশিয়া কাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬ নভেম্বর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছিলো হংকংকে। আর ভারত ৭ উইকেটে হারিয়েছিলো নেপালকে।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দলীয় ১৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলেও উঠলে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। তবে চার নম্বরে নামা আরমান জাফর এক প্রান্ত আগলে অবলীলায় দলের রানের চাকা ঘুড়িয়েছেন। ৪০ রানের ইনিংস খেলে আরমানকে সঙ্গ দিয়েছিলেন কিনায়ক গুপ্ত।

৪৮তম ওভারের প্রথম বলে আউট হবার আগে সেঞ্চুরির স্বাদ নেন আরমান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে ১০৫ রান করেন তিনি। ফলে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের সুমন খান ৬৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম-সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মদ নাইমকে হারায় বাংলাদেশ। ৯ বলে ১৪ রান করে ফিরেন নাইম। তবে শুরুর ধাক্কাটা দারুনভাবে সামলে উঠেন আরেক ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সৌম্য ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৭৩ রান করেন। হংকং-এর বিপক্ষে ৭৪ বলে অপরাজিত ৮৪ রান করেছিলেন সৌম্য।

হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুভার্গ্য তার। ৯৪ রানে থেমে যান তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৯৪ রান করেন শান্ত।

সৌম্য-শান্ত’র দুর্দান্ত ব্যাটিং-এ জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ। পরের দিকে ইয়াসির আলির ২১, আফিফ হোসেনের অপরাজিত ৩৪ ও জাকির হোসেনের অপরাজিত ২ রানে ৪৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শান্ত।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৪৬/১০, ৫০ ওভার (আরমান ১০৫, গুপ্ত ৪০, সুমন ৪/৬৪)।
বাংলাদেশ : ২৫০/৪, ৪২.১ ওভার (শান্ত ৯৪, সৌম্য ৭৩, রাথোর ১/১৬)।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।