লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কুলকান্দি ইউনিয়নের পাইলিং ঘাট এলাকার যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে ভেসে আসা লাশটি কুলকান্দি পাইলিং ঘাটে আটকা পড়ে। পরে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, লাশ অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে কোনো কিছু ধারণা করা যাচ্ছেনা। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।