
বোরহান উদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ১৪ অক্টোবর অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়িসহ জাকির হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর গ্রামের আশরাফুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সোহেল রানা পুলিশ ফোর্স নিয়ে সানন্দবাড়ী বাজারে চেকপোস্ট বসান। এ সময় ২৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।