
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার শ্রীপুর বাজারের কুমারিয়ায় ২৮ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ১৫টি ইয়াবাসহ মো. দুলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দুলাল মিয়া শ্রীপুর কুমারিয়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার শ্রীপুর বাজারের কুমারিয়ায় অভিযান চালায়। এসময় পুরাতন সোনালী ব্যাংকের সামনে কাঁচা রাস্তার থেকে মাদক কারবারি মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও দুটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।
মাদক কারবারি মো. দুলাল মিয়ার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।