
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে জামালপুর জেলা বিএনপি। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্টেশন বাজার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, মাইন উদ্দিন বাবুল, সাজ্জাদ হোসেন পল্টন, রিজভী আল জামালী রনজু, শফিকুল ইসলাম খান সজিব, রুহুল আমিন মিলন, মনোয়ার ইসলাম কর্ণেল, মিজানুর রহমান, শেখ মো. আব্দুস সোবাহান, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল হালিম ও ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।