জামালপুর জেলা মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা মহিলা দল। ৯ সেপ্টেম্বর বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মহিলা দলের সহসভাপতি শেলিনা বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, শফিকুল ইসলাম খান সজিব, মাইন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী, শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, মনোয়ার ইসলাম কর্নেল, মহিলা দলনেত্রী পিয়ারা হায়দার, সালমা বেগম, হাজেরা বেওয়া, খোদেজা বেগম, সনেকা মান্নান, সাবিনা ইয়াসমিন, আইনজীবী রোকসানা বেগম ও ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন প্রমুখ।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

sarkar furniture Ad
Green House Ad