জামালপুরে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেলে ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ কর্মীসভার আয়োজন করে।

৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. কহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রনজু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হবিবুর রহমান হবি, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার, যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লাইলি বেগম, ১৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার বৃষ্টি, ৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জোসনা বেগম, যুবলীগ নেতা মোখলেছুর রহমান সুজন, আজিজুল ইসলাম রাজ, জাকিরুল ইসলাম জনি, সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন ফরিদ ও ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর প্রমুখ। সভা সঞ্চালনা করেন ৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নাছিমা বেগম।

কর্মীসভায় নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

কর্মীসভায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad