জামালপুরের সাবেক ডিসি ও অফিস সহায়ক ওই নারীর শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরের সাবেক জেলা প্রশাসক ও তার অফিস সহায়ক ওই নারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিনিধি, জামালপুর
বাংলারচিঠিডটকম

অফিস সহায়ক এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার কারণে সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীর ও তার কার্যালয়ের সেই নারী অফিস সহায়কের কঠোর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। ২৭ আগস্ট বেলা ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক শওকত জামান, তরঙ্গ মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ। এ সময় মানবন্ধনে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন কবি রাজন্য রুহানী।

মানববন্ধনে বক্তারা সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীর ও তার অফিস সহায়ক ওই নারীর কঠোর শাস্তির পাশাপাশি প্রতিটি কর্মক্ষেত্রে নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে এ নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।

বিভিন্ন মানবাধিকার, সামাজিক-সাংস্কৃতিক ও নারী সংগঠন, সাংবাদিক, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক লোক মানববন্ধনে অংশ নেন।

প্রসঙ্গত, নিজ কার্যালয়ের অফিস সহায়ক এক নারীর সঙ্গে সম্প্রতি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার কারণে সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট জামালপুর থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু বহুল আলোচিত ওই অফিস সহায়ক নারী এখনও বহাল তবিয়তে রয়েছেন। তিনি ২৬ আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাৎক্ষণিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৭ আগস্ট থেকে তিনদিনের ছুটি চেয়ে আবেদন জমা দিয়েছেন।

sarkar furniture Ad
Green House Ad