বেলটিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বেলটিয়া গ্রামের লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের সামনে ১৯ আগস্ট রাতে অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ আগস্ট রাত সাড়ে আটটার দিকে জামালপুর সদর উপজেলার বেলটিয়া গ্রামের লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্কের সামনে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন জামালপুর সদর উপজেলার ফুলবাড়িয়া মুন্সিপাড়া গ্রামের মৃত বাদল শেখের ছেলে মো. আযম শেখ (২৮), একই গ্রামের মৃত ওমর উদ্দিন তালুকদারের ছেলে মো. সাজ্জাদ হোসেন বাবু (২৯) ও সাহাপুর তালতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. গোলাম সরোয়ার প্রিন্স (৩০)। তাদের কাছ থেকে ১০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি, মাদক ব্যবসার তিন হাজার ৬০ টাকা ও তিনটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

sarkar furniture Ad
Green House Ad