
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে সরকারি ইসলামপুর কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি ইসলামপুর কলেজ ১৫ আগস্ট দুপুরে এই সভার আয়োজন করে।
সমাজকর্ম মিলনায়তনে আয়োজিত শোকসভায় অধ্যক্ষ সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ। তিনি গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান। শিক্ষক পরিষদের সম্পাদক আহসান হাবীব রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রভাষক জুবায়দুর ইসলাম, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কলেজের শিক্ষক মন্ডলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।