জামালপুরে মাতৃছায়া কল্যাণ সংঘের ত্রাণ বিতরণ

মাতৃছায়া কল্যাণ সংঘের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এম ইউ শাকিল, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের মাতৃছায়া কল্যাণ সংঘের উদ্যোগে জামালপুরে বন্যার্ত মানুষের মাঝে ৩০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ও খাবার স্যালাইন। ২ আগস্ট দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাতৃছায়া কল্যাণ সংঘের সভাপতি আছিবুল আলন তন্ময়ের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণে অংশ নেন সংগঠনটির উপদেষ্টা মনোজ ঘোষ রাজীব, পলাশ চন্দ্র সরকার, সোমা ঘোষ, সঞ্জীব সিংহ, সদস্য অর্ন, চৈতি, মুক্তি, রিপা, দিলরুবা, হিমেল, উৎস, আনন্দ, বৃষ্টি প্রমুখ।

sarkar furniture Ad
Green House Ad