ইসলামপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যের আলোকে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২ আগস্ট উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের ঝোপ-জঙ্গল পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

sarkar furniture Ad
Green House Ad