ইসলামপুরে ১০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ২৯ জুলাই গভীর রাতে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ শিপন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই গভীর রাতে ইসলামপুর ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আব্দূল হান্নান, এএসআই আব্দুল হাদি, আব্দুল লতিফসহ একদল পুলিশ উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মহলগিরি গ্রামে অভিযান চালায়। এ সময় শিপন নামের এক মাদক কারবারিকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওই মাদক কারবারি মহলগিরী গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, শিপনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।