ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা ভবিষ্যতে বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে দেখতে চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ ইন্টারনেট সেবার দাম কমানোর ঘোষণা সামিটের ইথিওপিয়ার সাড়ে ৬ লাখ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩ উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা বৃষ্টি বিঘ্নিত দিনে শান্তর হাফ-সেঞ্চুরিতে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ কোপা ডেল রে’র ফাইনালে ফেরার লক্ষ্য এমবাপ্পের : আনচেলত্তি সরিষাবাড়ীতে যুবদলনেতা ও তার বাবাকে পিটিয়ে আহত

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

জামালপুর শিশু কল্যাণ কমিটির সভায় অংশগ্রহণকারীগণ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শিশু কল্যাণ কমিটির সভায় অংশগ্রহণকারীগণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দেশে চলমান শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং তথাকথিত ছেলেধরার গুজবে মানুষ পিটিয়ে হত্যার মতো পৈচাশিক ঘটনা পর্যালোচনা, সমাজ সচেতনতা সৃষ্টিসহ কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ২৪ জুলাই জামালপুর সদর থানায় শিশু সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিত হয় শিশু কল্যাণ কমিটির সভা। উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশু কল্যাণ কমিটির সভাপতি জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মেয়র সায়মা হামজা সিমি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শিশু কল্যাণ কমিটির সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, উন্নয়ন সংঘের অঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, হযরত শাহজামাল (রহ:) স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, আইনজীবী তাজ উদ্দিন সবুজ, নারীনেত্রী মনিরা চৌধুরি, কমিউিনিটি ভলেন্টিয়ার জিল্লুর রহমান, সাংবাদিক জাহিদ আনোয়ার জাকির, বিবাহ নিবন্ধক মো. আবু হানিফা আল মাসুম, নারীনেত্রী তাছলিমা চৌধুরী প্রমুখ।

সভায় জামালপুরসহ সারাদেশে চলমান শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ শিশু ওপর পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রচলিত আইনের কার্যকর প্রয়োগসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কোনো শিশু আটক হয়ে থানায় আসার সাথে সাথে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত হবেন এবং তার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এছাড়া সদস্যরা শিশুবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার শিশু নির্যাতন রোধে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। একাজে স্বেচ্ছাসেবক এবং যুব আইনজীবীরা ভূমিকা রাখবে বলে সভা সূত্র জানায়।

উল্লেখ, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুরে উন্নয়ন সংঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আইনের সাথে জড়িত হয়ে শতাধিক শিশু সুরক্ষিত হয়েছে। এক্ষেত্রে সদর থানা পুলিশ, প্রবেশন কর্মকর্তা, উন্নয়ন সংঘের সমন্বিত উদ্যোগ বিশাল ভূমিকা রাখছে বলে সভা সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
জামালপুর শিশু কল্যাণ কমিটির সভায় অংশগ্রহণকারীগণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দেশে চলমান শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং তথাকথিত ছেলেধরার গুজবে মানুষ পিটিয়ে হত্যার মতো পৈচাশিক ঘটনা পর্যালোচনা, সমাজ সচেতনতা সৃষ্টিসহ কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ২৪ জুলাই জামালপুর সদর থানায় শিশু সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিত হয় শিশু কল্যাণ কমিটির সভা। উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশু কল্যাণ কমিটির সভাপতি জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মেয়র সায়মা হামজা সিমি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শিশু কল্যাণ কমিটির সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, উন্নয়ন সংঘের অঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন, হযরত শাহজামাল (রহ:) স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, আইনজীবী তাজ উদ্দিন সবুজ, নারীনেত্রী মনিরা চৌধুরি, কমিউিনিটি ভলেন্টিয়ার জিল্লুর রহমান, সাংবাদিক জাহিদ আনোয়ার জাকির, বিবাহ নিবন্ধক মো. আবু হানিফা আল মাসুম, নারীনেত্রী তাছলিমা চৌধুরী প্রমুখ।

সভায় জামালপুরসহ সারাদেশে চলমান শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যাসহ শিশু ওপর পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রচলিত আইনের কার্যকর প্রয়োগসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কোনো শিশু আটক হয়ে থানায় আসার সাথে সাথে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত হবেন এবং তার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এছাড়া সদস্যরা শিশুবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার শিশু নির্যাতন রোধে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। একাজে স্বেচ্ছাসেবক এবং যুব আইনজীবীরা ভূমিকা রাখবে বলে সভা সূত্র জানায়।

উল্লেখ, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুরে উন্নয়ন সংঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আইনের সাথে জড়িত হয়ে শতাধিক শিশু সুরক্ষিত হয়েছে। এক্ষেত্রে সদর থানা পুলিশ, প্রবেশন কর্মকর্তা, উন্নয়ন সংঘের সমন্বিত উদ্যোগ বিশাল ভূমিকা রাখছে বলে সভা সূত্র জানায়।