চর আমখাওয়ায় ত্রাণ দিলেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর রহমান

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী থেকে
বাংলারচিঠিডটকম
সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ২৩ জুলাই চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, গুড়, তেল, পেঁয়াজ ও মসুর ডাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণের আগে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান বন্যার্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।