জামালপুর সদরে বন্যাদুর্গতদের মাঝে সংসদ সদস্যের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ জুলাই দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

ত্রাণ বিতরণের সময় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও জামালপুর পৌর কাউন্সিলর নাছরিন আক্তার উপস্থিত ছিলেন।

জানা গেছে, পৌরসভার তিরুথা ও তেঁতুলিয়া এলাকার তিনশতাধিক বন্যাদুর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

sarkar furniture Ad
Green House Ad