ইসলামপুরে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ইউনিয়নের কাঠমা, কাজলা, হারগিলা বাঁধ ও মাইজবাড়ী গ্রামের এক হাজার বানভাসি মানুষের মাঝে ১০ কেজি করে চাউল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, মোমবাতি ও দিয়াশলাই ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য আবু তাহের, পৌর কাউন্সিলর মোহন, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল, জেলা ছাত্রলীগের সহসম্পাদক রকিবুল হাসান রাসু, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম ঢালী উপস্থিত ছিলেন।