মেলান্দহে বন্যার্তদের ত্রাণ দিলেন সাবেক ছাত্রলীগনেতা হাবিবুল্লাহ

মো. ইমরান মাহমুদ, মেলান্দহ
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ শের-ই জামান উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সহাস্রাধিক বন্যা কবলিত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। গত কয়েকদিন যাবৎ এ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
ত্রাণ সামগ্রী হিসেবে তিনি বানভাসি মানুষদের মাঝে প্রত্যেককে এক কেজি করে চিড়া, এক কেজি মুড়ি ও এক কেজি করে গুড় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে বিতরণ করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদেমুল মুরছালিন খোকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ত্রাণ পেয়ে বানভাসিরা আনন্দ প্রকাশ করেন।