সাধুরপাড়া ইউনিয়নে বানভাসিদের মাঝে ত্রাণের চাল বিতরণ

বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ১৮ জুুলাই সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু তার ইউনিয়নের পশ্চিম কামালের বার্তী, বটতলী, চর গাজীর পাড়া, বাংগালপাড়া, কুতুবের চর, বিলের পাড়, আচ্চা কান্দি গ্রামের ৮০০ পরিবারের মাঝে ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এ সময় ইউপি সদস্য রফিকুল ইসলাম, নুরু মিয়া, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, ইউডিসি জিয়াউল হক উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad