
জি বি এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
বগুড়া সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানির ব্যাপক অবনতি হচ্ছে। মাদারগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চল চর এলাকাসহ প্রায় ৭০ ভাগ ঘর বাড়ি পানিবন্দি হয়েছে। এতে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি, গবাদিপশু, ধন সম্পদসহ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা রাস্তা ঘাটও।
১৬ জুলাই সকালে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক শত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাগণ।
পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।