
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ১১ জুলাই সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, চিকিৎসক অজিত কুমার, আরামনগর কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগসহ অনেক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়।