
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদায়ের আগ মুহূর্তে বৃক্ষ রোপণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি ৯ জুলাই উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে এ বৃক্ষ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাউন কবীর, একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, পৌগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে চট্রগ্রামে যোগদান করবেন। তাকে ৯ জুলাই উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিদায়ী সংবর্ধনা জানান।