
জি বি এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই বিকেল ৩টায় তেঘরিয়া আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। গত ১ মে বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল করিম মনজু, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন প্রমুখ। সভা সঞ্চালনা করেন চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হাসান।
নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।