
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুবমহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬ জুলাই জামালপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবমহিলা লীগ।
৬ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে জেলা যুবমহিলা লীগের নেতৃবৃন্দ শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জামালপুর জেলা যুবমহিলা লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, যুগ্মআহবায়ক নাজনীন আক্তার রুমি ও ফারহানা সোমা, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমিসহ যুবমহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবমহিলা লীগের নির্দেশক্রমে জেলার ৭টি উপজেলায় যুবমহিলা লীগের নেতৃবৃন্দ আলোচনা সভাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।