জামালপুরে ইসকন রথযাত্রার উৎসব শুরু

জামালপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই দুপুরে পালপাড়া শ্রী শ্রী গোবিন্দ ঠাকুর বিগ্রহ মন্দির ইস্কন এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব চিকিৎসক শুভ নন্দ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রদীপ কুমার সাহা, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ রথযাত্রায় অংশ নেয়।

জানা গেছে, নয়দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠানে থাকছে বৈদিক নাটক, বৈদিক নৃত্য, ভজন সংগীত, বাউল সংগীত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।

sarkar furniture Ad
Green House Ad