মাদারগঞ্জে আওয়ামী লীগের ৭০ বছর উদযাপনের প্রস্তুতি সভা

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করার জন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সহসভাপতি অরুন কুমার সাহা ও ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা পারভিন মুন্নি, যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন প্রমুখ।

সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭০ বছর পালন করার বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্য বিস্তারিত কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়া হয়।

sarkar furniture Ad
Green House Ad