জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে আইনজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। ১৮ জুন বিকেলে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এই আলোচনা সভার আয়োজন করে।
জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো. মঞ্জুর কাদের বাবুল খান। মূল আলোচক ছিলেন নাটাবের কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ইউসুফ আলী, আইনজীবী এ কে এম হারুনর রশীদ প্রমুখ।

প্রধান অতিথি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ তার বক্তব্যে ১৮ জুন থেকে জেলা আইনজীবী সমিতির ভবন ও ভবন সংলগ্ন আইনজীবীদের চেম্বার তামাকমুক্ত ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে আইনজীবীদের সাথে নিয়ে ‘ধূমপানমুক্ত এলাকা’ লেখা সম্বলিত স্টিকার সমিতির ভবনে স্থাপন করা হয়।