জামালপুরে শ্রমিকদলের বর্ধিত সভা

বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘প্রতিহিংসার বিচারে বন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ এই স্লোগানে ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে জামালপুর পৌর শ্রমিকদল বিশেষ বর্ধিত সভা করেছে। ১৮ জুন বিকেলে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

পৌর শ্রমিকদলের সভাপতি হারুন অর রশিদ রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক ও পৌর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি প্রমুখ।

বর্ধিত সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারের প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে মুক্তি করা হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

sarkar furniture Ad
Green House Ad