সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে হাজরাবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে হাজরাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. ইমরান মাহমুদ, হাজরাবাড়ী থেকে

কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ জুন দুপুরে হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মেলান্দহ দক্ষিণাঞ্চলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মেলান্দহ রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এসটিভি বাংলার জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, দৈনিক প্রভাতী খবর মেলান্দহ প্রতিনিধি মো. ইমরান মাহমুদ, পল্লীকন্ঠ প্রতিদিনের প্রতিনিধি এম এ সাঈদ আহমেদ হীরা, মো. মমিনুল ইসলাম প্রমুখ। এতে দৈনিক প্রাণের বাংলাদেশ প্রত্রিকার মেলান্দহ প্রতিনিধি আসাদুজ্জামান, ইত্তেফাকুল ওলামা ঘোষেরপাড়া ইউপি শাখার সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তারা সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্ট্যাম্পভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

sarkar furniture Ad
Green House Ad