জামালপুরে এসএসসি ২০০২ ব্যাচের ইফতার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে এসএসসি ২০০২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শহরের দেওয়ানপাড়া এলাকায় স্টার কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর উচ্চ বিদ্যালয় ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিল উপলক্ষে প্রায় ১৭ বছর পর পুরনো সব বন্ধুরা একসাথে হতে পেরে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকেই স্মৃতিচারণা করে বক্তব্যও রাখেন।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সকল বন্ধুরা ঈদুল ফিতরের পরদিন এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা পরিবারসহ মিলনমেলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। জামালপুর জিলা স্কুল মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
মিলনমেলায় এসএসসি ২০০২ ব্যাচের সকল বন্ধুদের যোগাযোগের জন্য জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, রেড ক্রিসেন্টের যুব প্রধান আল-আমিন, সহযোগী অধ্যাপক রাফিউল আজম রাফি, পারভেজ, বাঁধন, নাট্যকর্মী বিপাশাসহ পুন:র্মিলনী বাস্তবায়ন কমিটির সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।