বকশীগঞ্জে ঈদ উপলক্ষে ব্যারিস্টার সামীর সাত্তারের শাড়ি-লুঙ্গি বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৫০০ অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার ৩১ মে সকালে পৌর এলাকার ধুমালীপাড়ার তার বাসভবনে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক পিপি আইনজীবী মাহফুজুর রহমান মন্টু, ব্যবসায়ী খোকন আকন্দ, পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজন, মিজানুর রহমান, রিপন মিয়া, ছাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ৩০ মে ৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন দেন ব্যারিস্টার সামীর সাত্তার।