সংরক্ষিত মহিলা আসনে বিএনপির রুমিন বিজয়ী

ব্যারিস্টার রুমিন ফারহানা

বাংলারচিঠিডটকম ডেস্ক : সংরক্ষিত মহিলা আসনে বিএনপি’র একমাত্র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ২৮ মে বিকেল ৫টার পর রুমিনকে বিজয়ী ঘোষণা করেন এ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, বিকেল ৫টা পর্যন্ত রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad