ইসলামপুর উপজেলা ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২৫ মে সকালে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল এই কাজের উদ্বোধন করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার ও শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, দীর্ঘদিনের অবহেলিত ঈদগাহ মাঠটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে চলমান সংস্কারে নতুন রূপ নিচ্ছে।