
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২৫ মে সকালে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল এই কাজের উদ্বোধন করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার ও শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, দীর্ঘদিনের অবহেলিত ঈদগাহ মাঠটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে চলমান সংস্কারে নতুন রূপ নিচ্ছে।