
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই স্লোগানে জামালপুর সদর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বিকেলে জামালপুর সদর থানায় আয়োজিত ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আবু সুফিয়ান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান, ওসি (তদন্ত) রাশেদুল হাসান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, রশিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সাইমা হামজা সিমি ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মিল্টন প্রমুখ।
সভায় বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে সজাগ হওয়া এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
ওপেন হাউজ ডে তে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, জামালপুর পৌরসভার কাউন্সিলর, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গ্রামপুলিশের সদস্যবৃন্দসহ জামালপুর সদর থানার পুলিশ কর্মকর্তাগণ অংশ নেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ এলাকার বিভিন্ন সামাজিক অপরাধ নির্মুলে কমিউনিটির পাশাপাশি পুলিশের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।