জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা আহবান উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আহবান করা হয়। এই সময় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ মিছিল ও শো ডাউনে মুখরিত হয়ে উঠে।