ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত ২০ জানুয়ারি ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ভারতে ১২ মাওবাদীকে হত্যা প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস ১৮ জানুয়ারি শুরু নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দিন মাঠে নামছে বাংলাদেশ সরিষাবাড়ীতে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ইলেকট্রিক মিস্ত্রিকে হত্যা, আটক ২ মাদারগঞ্জে সাব রেজিস্টার অফিসসহ কয়েকটি অফিসের ওয়েবসাইটে বহাল শেখ হাসিনার ছবি মাদারগঞ্জে যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

১০১ রানে সিংহজানি স্কুলের জয়

ম্যাচ সেরা অমিকে আজকের ম্যাচের বলটি উপহার দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি। ছবি : বাংলারচিঠি ডটকম

ম্যাচ সেরা অমিকে আজকের ম্যাচের বলটি উপহার দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৭ জানুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দলের বিপক্ষে ১০১ রানে জিতেছে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে।

জবাবে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৮.২ ওভারে ৬৪ রান করেই সব আউট হয়ে যায়। এতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জিতে যায়।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অমি ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে। তাকে আজকের ম্যাচের বলটি উপহার হিসেবে দেওয়া হয়। ম্যাচ সেরা অমির হাতে বলটি তুলে দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল শিশির ও নূর মোহাম্মদ শুভ।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল ও শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় : ১৬৩/৯, ৩৫ ওভার (স্বপন ৪০, জিহাদ ৪০, সজীব ০৭-০০-৩৪-০৪, জাবির ০৪-০১-১২-০১)
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ৬৪/১০, ১৮.২ ওভার (শ্রাবণ ৭, অমি ০৫-০০-১৬-০৫, ইনসান ০৪-০০-১১-০২)
ফল : সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের অমি।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৮ জানুয়ারির খেলা : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম জামালপুর জিলা স্কুল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১০১ রানে সিংহজানি স্কুলের জয়

আপডেট সময় ১১:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
ম্যাচ সেরা অমিকে আজকের ম্যাচের বলটি উপহার দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৭ জানুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দলের বিপক্ষে ১০১ রানে জিতেছে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে।

জবাবে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৮.২ ওভারে ৬৪ রান করেই সব আউট হয়ে যায়। এতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জিতে যায়।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অমি ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে। তাকে আজকের ম্যাচের বলটি উপহার হিসেবে দেওয়া হয়। ম্যাচ সেরা অমির হাতে বলটি তুলে দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল শিশির ও নূর মোহাম্মদ শুভ।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল ও শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় : ১৬৩/৯, ৩৫ ওভার (স্বপন ৪০, জিহাদ ৪০, সজীব ০৭-০০-৩৪-০৪, জাবির ০৪-০১-১২-০১)
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ৬৪/১০, ১৮.২ ওভার (শ্রাবণ ৭, অমি ০৫-০০-১৬-০৫, ইনসান ০৪-০০-১১-০২)
ফল : সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের অমি।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৮ জানুয়ারির খেলা : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম জামালপুর জিলা স্কুল।